124

01/12/2026 লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারির পদত্যাগ

লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারির পদত্যাগ

স্টাফ রিপোর্টার

১১ জুন ২০২৫ ২০:৩২

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফারুক হোসাইন নুরনবী দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন।

বুধবার (১১ জুন) সকালেই তিনি জেলা জামায়াতের আমীর এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়ার কাছে পদত্যাগপত্র জমা দেন। বিকেল ৩টার দিকে জেলা জামায়াতের নায়েবে আমীর এ আর হাফিজ উল্যাহকে নতুন সেক্রেটারি হিসেবে মনোনয়ন দেওয়া হয়।

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, নুরনবী ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।

তিনি বলেন, “ব্যক্তিগত কারণেই পদত্যাগ করেছেন নুরনবী ভাই। এরপর জেলা আমীর সাহেবের সিদ্ধান্ত অনুযায়ী নতুন সেক্রেটারি হিসেবে এ আর হাফিজ উল্যাহ দায়িত্ব পেয়েছেন।”

পদত্যাগের সত্যতা নিশ্চিত করেছেন ফারুক হোসাইন নুরনবী নিজেও। গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, এটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত, তবে কোনো নির্দিষ্ট কারণ বিস্তারিতভাবে জানাননি।

সম্পাদক:
যোগাযোগ:
ফোন:
ইমেইল: