07/28/2025 লক্ষ্মীপুরে জমি বিরোধে বিএনপি নেতার বিরুদ্ধে প্রবাসী পরিবারের সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার
২৭ জুলাই ২০২৫ ১৭:৩৬
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়নের রতনপুর গ্রামে জমি দখল নিয়ে বিরোধের জেরে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন প্রবাসী নুর উদ্দিনের পরিবার।
রবিবার দুপুরে রতনপুরের হাসিম মাস্টার বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রবাসী নুর উদ্দিনের স্ত্রী জেসমিন আক্তার লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় নুর উদ্দিনের পিতা ইদ্রিস মিয়া ও মা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জেসমিন আক্তার অভিযোগ করেন, ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর একেই বাড়ির আবদুর রহিমের কাছ থেকে তার স্বামী নুর উদ্দিন ১ শতাংশ জমি ক্রয় করেন। কিন্তু জমির দখল নিতে গেলে রহিমের পরিবারের অন্য সদস্যরা বাঁধা প্রদান করেন।
তিনি আরও জানান, সমাধানের আশ্বাস দিয়ে আবদুর রহিম অতিরিক্ত ৩০ হাজার টাকা নিলেও এখনো জমির দখল দেননি। রাজনৈতিক পটপরিবর্তনের পর রহিম প্রভাব খাটিয়ে তাদের পরিবারের ওপর চাপ সৃষ্টি করছেন বলেও অভিযোগ করেন জেসমিন। দীর্ঘ দুই বছর ধরে এই বিরোধ চললেও স্থানীয়ভাবে একাধিকবার আলোচনার পরও কোনো সমাধান হয়নি।
অভিযোগের বিষয়ে জমি বিক্রেতা ও স্থানীয় বিএনপি নেতা আবদুর রহিম বলেন, আমি নুর উদ্দিনের কাছে জমি বিক্রি করেছি ঠিকই, কিন্তু সেই জমি বাগানের ভেতরে। এখন সে বসতঘরের পাশের জমি দাবি করছে, যা আমি কখনো বিক্রি করিনি।
জেসমিন আক্তার প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। কেনা জমির দলিল অনুযায়ী দখল নিশ্চিত করা এবং আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।
এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার আশা করছে স্থানীয় প্রশাসন দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।