149

01/25/2026 লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সেফটি ট্যাংকি থেকে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সেফটি ট্যাংকি থেকে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার

২৪ জানুয়ারী ২০২৬ ২১:২০

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে নিখোঁজের ৭দিন পর শনিবার বিকেলে সেফটি ট্যাংকি থেকে ফজলে রাব্বি বাবু (২৩) নামের এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কলেজ ছাত্র রাব্বি চন্দ্রগঞ্জ থানাধীন হাজিরপাড়া ইউনিয়নের পূর্ব আলাদাদপুর গ্রামের বেল্লাল হোসেনের পুত্র। সে কফিল উদ্দিন ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল বলে জানিয়েছে পুলিশ।
 
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোরশেদ আলম ও নিহতের চাচা হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের চেযারম্যান সামছুল আলম বাবুল জানিয়েছেন, গত ১৭ জানুয়ারি রাত ১০টার দিকে কলেজ ছাত্র বাবু মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ ছিল। ছেলেকে কোথাও খুঁজে না পেয়ে তার বাবা বেল্লাল হোসেন পরদিন রাতে চন্দ্রগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়রি করেন।
 
পুলিশ ও স্বজনরা তাকে বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও পায়নি। শনিবার দুপুরে প্রায় দুই কিলোমিটার দুরে উত্তরজয়পুর ইউনিয়নের চন্দ্রপ্রভাবাগ গ্রামের শেখ বাড়ির প্রবাসী কিরনের লেট্রিনের সেফটি ট্যাংকি থেকে পঁচা দুর্গন্ধ ছড়ালে বাড়ির লোকজন স্থানীয় ইউপি সদস্য ও গ্রামবাসীকে খবর দেয়। তারা ঘটনাস্থলে গিয়ে সেফটি ট্যাংকির ঢাকনা সরিয়ে লাশ দেখতে পেয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালেে মর্গে প্রেরণ করে। পুলিশ জানায় লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে, কারা কেন কলেজ ছাত্র রাব্বিকে হত্যা করেছে তার কারণ জানাতে পারেনি। ওসি মোরশেদ আলম বলেন, খুনিদের চিহ্নিত ও গ্রেপ্তার করতে পুলিশ কাজ করে যাচ্ছে।
সম্পাদক:
যোগাযোগ:
ফোন:
ইমেইল: