সোনাইপুলে ব্যবসায়ীর গুদামে ৫৭ হাজার লিটার সয়াবিন তেল : ২ ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ রিপোর্টার | ৭ মে ২০২২ ০৬:৩০ আপডেট: ১৭ আগস্ট ২০২৫ ২২:৫৭

স্টাফ রিপোর্টার | প্রকাশিত: ৭ মে ২০২২ ০৬:৩০

রামগড় প্রতিনিধি : খাগড়াছড়ির রামগড়ের সোনাইপুল বাজারের এক ব্যবসায়ীর চারটি গুদামে ৫৭ হাজার লিটার সয়াবিন তেল পাওয়া গেছে।

অবৈধভাবে মজুদ ও বাজারে কৃত্রিম সংকট তৈরি দায়ে রামগড় পৌরসভার সোনাইপুল বাজারের মেসার্স খাঁন ট্রেডার্সের মালিক ফজলুল করিমকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই অপরাধে ওই বাজারের মেসার্স আলমগীর স্টোরের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

শুক্রবার (৬ মে) বিকেলে আকস্মিক অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত ওই দুই ব্যবসায়ীকে এ জরিমানা করেন। রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

বাড়তি দামেও সয়াবিন তেল মিলছে না বাজারেবাড়তি দামেও সয়াবিন তেল মিলছে না বাজারে
বিচারক খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন জানান, অবৈধ মজুদের খবর পেয়ে রামগড় পৌরসভার সোনাইপুল বাজারের মেসার্স খাঁন ট্রেডার্স নামে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে প্রথমে অভিযান চালানো হয়। ওই প্রতিষ্ঠানের মালিক ফজলুল করিমের চারটি গুদামে ৫৭ হাজার লিটার সয়াবিন তেল পাওয়া যায়। ওই ব্যবসায়ীর কোনো ডিলিং লাইসেন্স নেই। ডিলিং লাইসেন্স ছাড়া ডিলারশিপ ব্যবসা অবৈধ। বাজারে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে অধিক মুনাফার জন্যই এভাবে তেল মজুদ করা হয়েছে। একই বাজারের মেসার্স আলমগীর সেটার নামে আরেকটি ব্যবসায়ী প্রতিষ্ঠানেও অনুরুপ অভিযান চালিয়ে অবৈধ মজুদ পাওয়া যায়।

ঢাকা, ০৬ মে (নাগরিকজার্নাল.কম)//এসএইচএফ




আপনার মূল্যবান মতামত দিন:


Top