ইরানে বিক্ষোভ ও সংঘাতে নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহত

স্টাফ রিপোর্টার | ১১ জানুয়ারী ২০২৬ ২১:১১ আপডেট: ১২ জানুয়ারী ২০২৬ ০২:৩০

স্টাফ রিপোর্টার | প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২৬ ২১:১১

ভয়াবহ অর্থনৈতিক সংকটের জেরে ইরানে চলা দুই সপ্তাহের বিক্ষোভ-সহিংসতায় দেশটির নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহত হয়েছেন। রোববার দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে এই দাবি করা হয়েছে।

এদিকে দেশটির পার্লামেন্টের স্পিকার সতর্ক করে বলেছেন, ওয়াশিংটন যদি ইরানে হামলা চালায়, তাহলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা চালানো হবে।

রাষ্ট্রীয় টেলিভিশন রোববার জানিয়েছে, সর্বশেষ দাঙ্গায় ইরানের ইসফাহান প্রদেশে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ৩০ জন সদস্য নিহত হয়েছেন এবং পশ্চিম ইরানের কেরমানশাহ প্রদেশে আরও ছয়জন নিহত হয়েছেন।

আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, দেশজুড়ে চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর ১০৯ জন সদস্য নিহত হয়েছেন। এদিকে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, গোলেস্তান প্রদেশের রাজধানী গোরগানে তাদের একটি ত্রাণ ভবনে হামলার সময় একজন কর্মী নিহত হয়েছেন।রাষ্ট্রীয় গণমাধ্যম আরও জানিয়েছে, শনিবার রাতে পূর্ব ইরানের মাশহাদ শহরে একটি মসজিদে আগুন দেওয়া হয়েছে।

গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় এই বিক্ষোভ দমনে কর্তৃপক্ষ তৎপরতা জোরদার করার মধ্যেই হতাহতের এসব তথ্য প্রকাশ করা হয়েছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মূল্যস্ফীতির ঊর্ধ্বগতির জেরে দেশটির হাজার হাজার মানুষ সরকারবিরোধী বিক্ষোভ করছেন।

ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘দাঙ্গা’ ধীরে ধীরে কমে আসছে। তবে দেশটির অ্যাটর্নি জেনারেল সতর্ক করে দিয়ে বলেছেন, অস্থিতিশীলতার সঙ্গে জড়িতদের মৃত্যুদণ্ডও হতে পারে।




আপনার মূল্যবান মতামত দিন:


Top