দিনমজুর থেকে যেভাবে ভিখারি টিটু

স্টাফ রিপোর্টার | ১৮ জুলাই ২০২১ ০০:০৯ আপডেট: ২৭ মার্চ ২০২৫ ০০:৫০

স্টাফ রিপোর্টার | প্রকাশিত: ১৮ জুলাই ২০২১ ০০:০৯

আট বছর আগে খুলনায় এক ট্রেন দুর্ঘটনায় দুই পা কাটা পড়ে তাঁর। তবে প্রাণে বেঁচে যান। এরপর রুটিরুজির সন্ধানে পাড়ি জমান ঢাকায়। বর্তমানে কারওয়ান বাজারের অলিগলি, কাঁচাবাজার, মাছের বাজার, সোনারগাঁও মোড় ও আশপাশ এলাকায় তাঁর বিচরণ।

 

নাম তাঁর মো. টিটু। বয়স ঠিকঠাক বলতে পারেন না। তবে চেহারা দেখে ৪০ বছর মনে হয়। তাঁর বাড়ি বরিশালে। দিনমজুর ছিলেন টিটু। দুর্ঘটনার পর দুই পা হারিয়ে কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলেন। অসহায় হয়ে পড়েন তিনি। শেষ পর্যন্ত হয়ে যান পথের ভিখারি।

 

সম্প্রতি আলাপকালে টিটু বলেন, ঢাকায় আসার পর ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে মানুষের কাছে ভিক্ষা করা শুরু করেন। সেই যে ভিক্ষা করা শুরু হলো, এখনো চলছে।
মানুষের কাছে হাত পেতে যা পান, তা দিয়ে খাবার কিনে খান। টাকা না পেলে খিদের জ্বালায় কখনো কখনো উচ্ছিষ্টও খেতে হয়।

 

টিটুর বিষয়ে কারওয়ান বাজারের বেশ কয়েকজন দোকানি জানান, প্রায়ই তাঁকে হামাগুড়ি দিয়ে চলতে দেখা যায়। মানুষের কাছ থেকে চেয়েচিন্তে খেয়েপরে বেঁচে আছেন তিনি।

 

টিটুর রাত কাটে কারওয়ান বাজারের রাস্তার পাশে, সড়কদ্বীপে, ভবনের নিচে কিংবা দোকানের কোনো বারান্দায়। বরিশালে গ্রামের বাড়িতে পরিবারে মা-বাবা ও স্ত্রী আছেন বলে জানান টিটু।

 

জীর্ণ-শীর্ণ চেহারার টিটু একটু ভালো করে চলতে মানুষের কাছে সাহায্যের জন্য জানিয়েছেন আকুল আবেদন। ব্যস্ত নগরে একা একা কষ্টেসৃষ্টে কাটে তাঁর জীবন। তবু জীবন বয়ে যায়, বয়ে বেড়াতে হয়।

 




আপনার মূল্যবান মতামত দিন:


Top