
লক্ষ্মীপুর প্রতিনিধি: নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগে মোঃ নুরুল হক (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা পুলিশ। বুধবার (১১ জুন) দিবাগত রাত ২টার দিকে উপজেলার দিঘলী ইউনিয়নের রমাপুর এলাকায় এই ঘটনা ঘটে।
ঘটনার বিষয়ে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি গত ১৬ জুন রাতে তার নিজ দোচালা টিনের ঘরের এক কক্ষে নিজের মেয়েকে ধর্ষণ করে। এ ঘটনায় নির্যাতনের শিকার মেয়েটির পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়।
অভিযান শেষে অভিযুক্ত ধর্ষক মোঃ নুরুল হককে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ চন্দ্রগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় নুরুল হককে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফয়জুল আজীম নোমান জানান, “আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করেছি। আইনগত প্রক্রিয়া অনুযায়ী তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ভুক্তভোগী কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে”
আপনার মূল্যবান মতামত দিন: