লক্ষ্মীপুরে শিশু মিয়া চেয়ারম্যান - নাছিবা খাতুন ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার | ৭ জানুয়ারী ২০২৬ ১৯:৩০ আপডেট: ৯ জানুয়ারী ২০২৬ ১৬:৩৪

স্টাফ রিপোর্টার | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২৬ ১৯:৩০

লক্ষ্মীপুর প্রতিনিধি : মরহুম ছেরাজুল হক শিশু মিয়া চেয়ারম্যান ও নাছিবা খাতুন ফাউন্ডেশন আয়োজিত পঞ্চম শ্রণি মেধা-বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফলাফল ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

লক্ষ্মীপুর সদর উপজেলার ১০ নং চন্দ্রগঞ্জ ইউনিয়নের প্রথম প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের স্মৃতি রক্ষায় ওনার পরিবার প্রতিষ্ঠা করেন এ ফাউন্ডেশন।

বুধবার সকালে হাজিরপাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী মুসলিমাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রধান পৃষ্ঠপোষক এম. ডি জহিরুল আলম (সুইডেন প্রবাসী)।

গত বছরের ১৩ ই ডিসেম্বর চন্দ্রগঞ্জ থানা এলাকার ২৫ টি স্কুলের দুই শতাধিক শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষায় অংশগ্রহণকারী সর্বোচ্চ মেধা তালিকায় ২৩ জনকে সনদপত্র, ক্রেস্ট ও নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করা হয়।

প্রধান অতিথি বক্তব্য বলেন, বিএনপি সরকার দেশের শিক্ষার উন্নয়ন কাজ করে যাচ্ছে নিয়মিত। বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে অষ্টম শ্রেণি পর্যন্ত মেয়েদের লেখা পড়া অবৈতনিক করার মাধ্যমে নারী শিক্ষার দুয়ার খুলে দেয়। দীর্ঘ সময় রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি নেই বলে প্রশাসনিক প্রয়োজনীয় ব্যবস্থা আমরা নিতে পারিনি। আশা করি তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করলে পূর্বের ন্যায় কাজ করবো।
ছেরাজুল হক শিশু মিয়া চেয়ারম্যান - নাছিবা খাতুন ফাউন্ডেশনের এ উদ্যোগকে আমি স্বাগত জানাই। আশা করি তারা এ কার্যক্রম অব্যাহত রাখবে।

প্রতিষ্ঠাতা এম, ডি জহিরুল আলম( সুইডেন প্রবাসী) বলেন, আমার প্রয়াত বাবা - মায়ের স্মৃতি রক্ষার জন্য আমাদের এ সামাজিক উদ্যোগ। সবার সহযোগিতা নিয়ে আমরা এ কার্যক্রম অব্যাহত রাখবো।

বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক মো: কামাল উদ্দিন (দাদা কামাল) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট হাফিজুর রহমান, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি এম বেল্লাল হোসেন, সাধারণ সম্পাদক ইউসুফ ভূইয়া, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য সচিব মো :আনোয়ার হোসেন বাচ্চু, মুসলিমাবাদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: দেলোয়ার হোসেন (মাসুদ), মুসলিমাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাহবুবুর রশিদ, ১১নং হাজিরপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি লোকমান হোসেন, যুগ্ম - সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মাস্টার , স্হানীয় পর্যায়ের জনসাধারণ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতা করে মুসলিমাবাদ উচ্চ বিদ্যালয়।




আপনার মূল্যবান মতামত দিন:


Top