লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জে এক বিএনপি নেতার বসত ঘরে আগুনের ঘটনায় তার এক শিশু কন্যা নিহত, বেল্লাল হোসেন সহ দুই কন্যা গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি।
শনিবার (২০ ডিসেম্বর) সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় একেবারে পুড়ে ছাই হয়ে গেছে একটি আদা পাকা বসত ঘর । পুড়ে যায় ঘরের টিন, মোটর সাইকেল, আলমারি, সেলাই মেশিন সহ সকল আসবাবপত্র ও। ঘটনানাটি ঘটে ১৭ ভবানীগঞ্জ ইউনিয়নের সুতারগুপ্টা বাজার এলাকার নুরুল ইসলামের বাড়িতে।
ঘটনার বিবরণে জানা যায় গতকাল রাত আনুমানিক ১২.৩০ মিনিটের সময় বেল্লাল হোসেনের স্ত্রী নাজমা আক্তার আগুন লাগার ঘটনা টের পেয়ে স্বামীকে জানালে তিনি দরজা খোলার চেষ্টা করে ব্যর্থ হয়ে বেড়ার টিন খুলে স্ত্রী ও দুই শিশু পুএকে বাহিরে বের করে দেয়। অন্য রুমে থাকা তিন মেয়ের মধ্যে দুজনকেও বের করে। কিন্তু ছোট মেয়ে খাটের নিচে লুকিয়ে থাকায় প্রথমে থাকে বের করতে পারেনি। ছোট বোনের চিৎকার শুনে বড়ো দুই বোন ভেতরে ঢুকলে তাদেরকে বের করার জন্য পিতা বেল্লাল হোসেন ও ঘরে ঢুকে পুনরায়। কিন্তু আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় সবার শরীরে আগুন ধরে যায়, ছোট মেয়ে আয়শা আক্তার সানজু (৯) কে বের করা সম্ভব হয় নি, সে ঘরের ভিতরে পুড়ে মারা যায়। সানজু স্হানীয় ফাইভ স্টার স্কুল এন্ড কলেজের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলো।
সদ্য বিবাহিত বড় মেয়ে সালমা আক্তার স্মৃতি (১৮) ও মেজো মেয়ে সামিয়া আক্তার বিথী( ১২) কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। বেল্লাল হোসেন( ৪৬) লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।
চিৎকার শুনে স্হানীয় জনসাধারণ এসে দেখে ঘরের দুই দরজায় তালা দেওয়া। ফায়ার সার্ভিস ও স্হানীয়দের সহযোগিতায় আগুন নেভানো সম্ভব হলেও বসত ঘরের কিছুই অবশিষ্ট নেই।
উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্হানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্হানীয় রাজনৈতিক নেতাকর্মী ও জনসাধারণ ঘটনাস্থল পরিদর্শন করেন। পাশাপাশি প্রকৃত ঘটনা উদঘাটন ও সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিয়েছে প্রশাসন।
কি কারনে আগুন লাগার ঘটনা ঘটেছে তা এখনও সঠিক ভাবে জানা যায় নি। বেল্লাল হোসেন ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করলেও রাজনৈতিক কোন শত্রুতা নেই বলে জানিয়েছেন তার স্ত্রী ও জনসাধারণ।
স্হানীয় ফাইভ স্টার স্কুল এন্ড কলেজে, স্হানীয় জনসাধারণ ও রাজনৈতিক সংগঠনগুলো দুপুরে সুতারগুপ্তা বাজারে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে। ময়নাতদন্ত শেষে দুপুর তিনটায় নিহত সানজু কে পারিবারিক কবরস্হানে দাফন করা হয়। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় আতংক শোকের ছায়া বিরাজ করছে।

আপনার মূল্যবান মতামত দিন: