লক্ষ্মীপুরে ৩৫টি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অক্সিজেন সিলিন্ডার বিতরন

স্টাফ রিপোর্টার | ৫ আগস্ট ২০২১ ০০:৪০ আপডেট: ১৬ আগস্ট ২০২৫ ২২:৫৯

স্টাফ রিপোর্টার | প্রকাশিত: ৫ আগস্ট ২০২১ ০০:৪০


লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত পেশেন্ট সাপোর্ট ফান্ড (পি.এস.এফ) এর উদ্যোগে করোনা আক্রান্ত রোগীদের সেবা দেয়ার লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে ৩৫টি অক্সিজেন সিলিন্ডার ও পালস অক্সিমিটার বিতরণ করা হয়েছে।

লক্ষ্মীপুর জেলা প্রশাসনের আয়োজনে বুধবার (০৪) আগষ্ট দুপুরে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে জেলার ৫টি উপজেলার ৩৫ টি স্বেচ্ছাসেবীদের মাঝে এ অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল গাফফার, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নূরে-আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, আওয়ামীলীগ নেতা রুহুল আমিন মাষ্টার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. রহমত উল্যা বিপ্লব, রায়পুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মারুফ বিন জাকারিয়া, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি জাকির হোসেন ভূঁইয়া আজাদ প্রমুখ।

জানা গেছে, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য’রা প্রতিটি মুহূর্তে করোনা আক্রান্ত মুমূর্ষু রোগীদের বাড়ি-বাড়ি গিয়ে ফ্রি অক্সিজেন সিলিন্ডার দিয়ে সেবা দিয়ে যাচ্ছে। এতে অক্সিজেন সিলিন্ডার সংকট থাকার কারণে হিমশিম খাচ্ছে স্বেচ্ছাসেবীরা। এমন তথ্য পেয়ে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলার ৩৫টি সেচ্ছাসেবী সংগঠনের দায়িত্বশীলদের ডেকে এনে একটি করে ‘অক্সিজেন সিলিন্ডার ও পালস অক্সিমিটার তুলে দেওয়া হয়।

 




আপনার মূল্যবান মতামত দিন:


Top