
রিয়াল মাদ্রিদকে লা লিগায় শীর্ষে থাকতে দিলো না বার্সেলোনা। রোববার গেতাফের বিপক্ষে ১-০ গোলের জয়ে পয়েন্ট টেবিলে ১ নম্বরে উঠেছিল রিয়াল। তবে নিজেদের মাঠে সেল্টা ভিগোকে ১-০ গোলে হারিয়ে ফের শীর্ষে উঠে গেছে বার্সা।
দলের হয়ে জয়সূচক গোলটি করেছেন স্প্যানিয়ার্ড তারকা পেদ্রি। ৮ ম্যাচে রিয়াল-বার্সেলোনা দুই দলেরই সমান ২২ পয়েন্ট। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে রয়েছে বার্সা। ১৬ই অক্টোবর মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় মুখোমুখি হবে তারা। রোববার ন্যু ক্যাম্পে ১৭তম মিনিটে লিড নেয় বার্সেলোনা। ডিবক্সে গাবির ক্রস বিপমুক্ত করতে চেয়েছিলেন সেল্টার রক্ষণরভাগের খেলোয়াড় উনাই নুনেস। কিন্তু গোলমুখে বল পেয়ে যান পেদ্রি। প্রতিপক্ষের ডিফেন্ডারের এই দুর্বলতা কাজে লাগিয়ে গোল আদায় করে নেন তিনি। ৬৯তম মিনিটে অফসাইডের কারণে সেল্টার গোল বাতিল হয়ে যায়।
ঢাকা, ১০ অক্টোবর (নাগরিকজার্নাল.কম)// আরত্রইচ
আপনার মূল্যবান মতামত দিন: