
নাগরিক স্পোর্টস: এখনো বছরের প্রায় অর্ধেক বাকিই আছে। কিন্তু বর্ষসেরা ফুটবলার নির্বাচনে যে টুর্নামেন্টগুলো সবচেয়ে বড় ভূমিকা রাখে, সেসব তো এরই মধ্যে হয়ে গেছে। এবারের বর্ষসেরা ফুটবলার কে হবেন, সে আলোচনায় যেতে আর ঝামেলা খুব বেশি থাকে না!
সাধারণত চ্যাম্পিয়নস লিগই এই পুরস্কারে সবচেয়ে বড় প্রভাব রাখে। এবার সেটি জিতেছে চেলসি, সে হিসেবে চেলসিরই কেউ সে পুরস্কারের সবচেয়ে বড় দাবিদার হতেন। কিন্তু এ বছরে যে আন্তর্জাতিক বড় দুটি টুর্নামেন্টও হয়েছে।
সেখানে ইউরো জিতেছে ইতালি, আর কোপা আমেরিকা জিতে নিজেদের ২৮ বছরের শিরোপাখরা ঘুচিয়েছে আর্জেন্টিনা। পুরস্কারের দৌড়ে তাই এবার শুধু চ্যাম্পিয়নস লিগই থাকছে না।
ফাইনালে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জয়ের পর সতীর্থদের আনন্দের মধ্যমণি আর্জেন্টিনা দলের প্রাণভোমরা লিওনেল মেসি।
আর কোপা আমেরিকা জিতে আর্জেন্টিনার পাশাপাশি নিজেরও ক্যারিয়ারের বড় আক্ষেপ ঘোচানো লিওনেল মেসি তাই বাজির দরে এখন পর্যন্ত সবচেয়ে এগিয়ে। তারওপর ২০২১ সালের শুরু থেকে বার্সেলোনার জার্সিতেও তো কী দুর্দান্ত খেলে চলেছেন মেসি!
এখন পর্যন্ত ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৩৮ ম্যাচ খেলেছেন, তার ২৫টিতেই ম্যাচসেরা ৩৪ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ড! আর্জেন্টিনার আক্ষেপ ঘোচানোর পাশাপাশি ক্লাব বার্সেলোনাকেও জিতিয়েছেন কোপা দেল রে। সে কারণেই কি না, বার্সেলোনা কোচ রোনাল্ড কোমানও আজ বললেন, ‘অসাধারণ একটা মৌসুমের পর মেসিই ব্যালন ডি’অরের সবচেয়ে বড় দাবিদার। আমার চোখে ও-ই ফেবারিট।’
কিন্তু শুধু বার্সা কোচের কথায়ই তো আর ব্যালন ডি’অরের নিষ্পত্তি হয় না! কদিন আগে চেলসিতে খেলা ইতালিয়ান মিডফিল্ডার জর্জিনিও ব্যালন ডি’অর নিয়ে বলেছিলেন, ‘প্রতিভার বিবেচনায় গেলে আমি জানি আমি সেখানে বিশ্বের সেরা নই। কিন্তু যদি শিরোপার কথা আসে, তাহলে আমার চেয়ে বেশি এই মৌসুমে কেউ জেতেনি।’ ইতালির হয়ে ইউরো জেতার আগে চেলসির হয়ে চ্যাম্পিয়নস লিগও জিতেছিলেন কিনা জর্জিনিও।
পুরস্কারের বিবেচনায় মৌসুমের বিভিন্ন পর্যায়ে এনগোলো কান্তে, ক্রিস্টিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হরলান্ড, জানলুইজি দোন্নারুম্মা, জর্জো কিয়েল্লিনি, রবার্ট লেভানডফস্কির নামও এসেছে। শেষ পর্যন্ত কে জিতবেন এই পুরস্কার? কোমানের অনুমান সত্যি করে মেসিই জিতবেন, নাকি অন্য কেউ?
ঢাকা, ১৮ জুলাই (নাগরিক জার্নাল.কম)//এসএইচএফ
আপনার মূল্যবান মতামত দিন: